বর্তমান এমপিদের ৬৯ ভাগই অরাজনৈতিক : রবি
বর্তমান এমপিদের মধ্যে ৬৯ ভাগই অরাজনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।
তিনি বলেন, তাদের সঙ্গে জনগণ ও রাজনীতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। তারা মনে করে নৌকা প্রতীক পেলেই সংসদ সদস্য হওয়া যায়। তাই তারা ওপর মহলকে খুশি করে প্রতীক কেনে। জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে এমপি হতে পারে না। আগামী ২১ মার্চ এ আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে সেসব অরাজনৈতিক ব্যক্তিদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকাল-বিকাল দুই দফায় গণসংযোগে রবি পথচারীদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ ও মতবিনিময়ের পাশাপাশি পথসভায় ভোট প্রার্থনা করেন।
বিকেলে হাজারীবাগ বাজার থেকে প্রচারণা শুরু করে বড় মসজিদ, বটতলা বাজার, বুরহানপুর, কাজীরবাগ, কুল্লামহল, হাজারীবাগ পার্ক, ভাগলপুর লেন, হাজি ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজ ও এর আশপাশ এলাকায় প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার দিকে পুনরায় হাজারীবাগ বাজারে পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শেষ করেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ উল্লেখ করে রবি বলেন, জনগণ আমাদের শক্তি। জনগণের ভোটে জয়ী হয়েই সংসদে যেতে চাই।