চকবাজারে তৈরি হচ্ছিলো ভারতের ভিট ও পাকিস্তানের গোরি ক্রিম

0

রাজধানীর চকবাজার থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। এ ঘটনায় একজনকে দুই বছররে কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৬টি কারখানা থেকে দুই কোটি টাকার ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে চকবাজারের দেবীদাস লেনে নকল কসমেটিকস ও প্লাস্টিক কারখানায় অভিযান চালান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শেষ হয় রাতভর চলা এ অভিযান। র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান অভিযানে সহয়তা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে চকবাজারের দেবীদাস লেনের ৮টি ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানাগুলোতে খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী নকল করা হতো। সেখানে ভারতের ভিট হেয়ার রিমুভাল ও পাকিস্তানের গোরি ক্রিম তৈরি হতো। এগুলো ব্যবহারের মাধ্যমে মানুষ চর্মসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। পাশাপাশি এটি একটি প্রতারণা।

তিনি আরও জানান, ৮টি কারখানায় অভিযান চালিয়ে ৬টি কারখানা থেকে দুই কোটি টাকার ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।

পলাতক চার ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com