যে কারণে ক্যাটরিনা-রনবীরের বিচ্ছেদ ঘটে
বলিউডের সবচেয়ে আদুরে জুটি হিসেবে বিবেচনা করা হতো অভিনেতা রনবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যুগলকে। দীর্ঘ কয়েক বছর প্রেম করার পর তাদের বিচ্ছেদ ঘটে।
নিজেদের এই আলাদা হওয়া নিয়ে ক্যাটরিনা বলেন, আমার ইচ্ছাকে কারো ওপর চাপিয়ে দিতে চাই না আমি। যার যার পছন্দ, তার তার।
একটি সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চাওয়া অনুসারে রনবীরের পরিবারের সঙ্গে অতটা ঘনিষ্ঠ হতে পারিনি। বিয়ের ক্ষেত্রে যেটা অনেক বড় ব্যাপার ছিল।
নিজেকে ভীষণ দায়িত্বশীল বলেও দাবি করেন এই অভিনেত্রী। তিনি বলেন, সঙ্গী আমার চাওয়া পূর্ণ করলেই কেবল আমি ভালো প্রেমিকা হতে পারবো।
ক্যাটরিনা বলেন, পুরুষ ও নারী উভয়ই আলাদা। নারী সন্তান জন্মদান করে; পুরুষ নয়। স্বক্ষেত্রে সমতার কথা আমরা বলতে পারি না।
বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী আরও বলেন, আমাদের শারীরিক চাহিদা ও শরীর ভিন্ন। আর প্রতারকেরা যেকোনো স্থানে প্রতারণা করতে পারে।