আগুয়েরোর গোলে কোয়ার্টার-ফাইনালে ম্যানসিটি
দ্বিতীয়ার্ধে সের্হিও আগুয়েরোর একমাত্র গোলে শেফিল্ড ওয়েডনেসডেকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে শেফিল্ডের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে পেপ গার্দিওলার দল। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা।
ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও লক্ষ্যে বল পাঠাতে পারছিল না সিটির খেলোয়াড়রা। গোলশূন্যে শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৫৩তম মিনিটে সিটিকে এগিয়ে নেন আগুয়েরো। বেঞ্জামিন মাঁদির পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। স্বাগতিক গোলরক্ষক ভুল না করলে এই গোলটিও হতো না।
এর আগেই অবশ্য এগিয়ে যেতে পারত সিটি। নিকোলাস ওতামেন্দির হেড লাগে ক্রসবারে। আর বেঞ্জামিন মাদির একটি শট গিয়ে লাগে গোলপোস্টে।
কোয়ার্টার-ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি।