করোনাভাইরাস: নাপোলি-ইন্টার ম্যাচও স্থগিত
মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপের মুখে এলোমেলো হয়ে পড়েছে ইতালির ক্রীড়া সূচি। স্থগিত করা দেওয়া হয়েছে নাপোলি ও ইন্টার মিলানের মধ্যকার ইতালি কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিও।
নাপোলির মাঠে বৃহস্পতিবার রাত পৌনে ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। করোনা ভয়ে ম্যাচটি সূচি অনুযায়ী হচ্ছে না। স্থগিতের ঘোষণা দিয়েছে নেপলস নগরের কর্তৃপক্ষ। দল দুটির প্রথম লেগের লড়াইয়ে ১-০ গোলের জয় পেয়েছিল নাপোলি।
এর আগে জুভেন্তাস ও এসি মিলান মধ্যকার বুধবারের সেমি-ফাইনাল লড়াইও স্থগিত করে দেয় তুরিন নগর কর্তৃপক্ষ।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি করোনাভাইরাসে ভুগছে সবচেয়ে বেশি। দেশটির তিনটি অঞ্চল লম্বার্ডি, ভেনেতো ও এমিলিয়া রোমাগনাতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই রাজ্যে ইতালি ফুটবলের শীর্ষ লিগ সেরি আর ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের খবর, ইতালিতে কোরোনাআক্রান্ত রোগীর সংখ্যা ৩০৮৯ জন। মৃতের সংখ্যা ১০৭ জন।