নৌকার প্রার্থী শফিউল বহিরাগত: রবি
ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বহিরাগত উল্লেখ করে বিএনপি দলীয় প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ‘আমার প্রতিপক্ষ যিনি রয়েছেন তিনি তো এই এলাকার ভোটারই নন। তিনি কি করে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করবেন? জনগণইবা কেন তাকে ভোট দিবে? আমি এ এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করি। এখানকার সমস্যাগুলো আমার চিহ্নিত করা আছে। আমি সংসদে জনগণের যথাযথ প্রতিনিধি হিসেবে কথা বলবো। তাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগনালে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, সাইন্সল্যাব, সেন্ট্রল রোডসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এর আগে সকালে হাতিরপুলও পার্শবর্তী এলাকার মানুষের কাছে ভোট চান তিনি।
এসময় তার সঙ্গে নিউমার্কেট থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুরর রহমান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ধানমন্ডি থানা শ্রমিকদল সভাপতি আবু কাওসারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।
বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম বলেন, ‘দেশের রাজনীতিতে একটি সঙ্কট চলছে। সাংবিধান অনুসারে এ রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এ কারণে ভোট দিবে যে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধান ও সুশাসনের সঙ্গে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। সরকার এবং নির্বাচন কমিশনকে ভোটের সেই পরিবেশ তৈরি করতে হবে। এটা তাদের সাংবিধানিক কর্তব্য।’
আবাসিক এলাকা হিসেবে পরিচিত হলেও বৃহত্তর ধানমন্ডি এলাকাকে বাণিজ্যিক এলাকায় পরিণত করা হয়েছে উল্লেখ করে ধানের শীষের এ প্রার্থী বলেন, ‘এ এলাকায় মাদকের সমস্যা রয়েছে। জলবদ্ধতার সমস্যা রয়েছে। রাস্তা প্রশস্ত করার প্রয়োজন রয়েছে। এ প্রকল্পগুলো নিয়ে দীর্ঘসূত্রিতা রয়েছে। আমি এগুলো নিয়ে কাজ করবো। সরকারের ওপর চাপ প্রয়োগ করবো।’
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত উল্লেখ করে রবি বলেন, ‘জনগণ এখন ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে চায়। ভোট দেওয়ার পরিবেশ উন্মুক্ত করলেই আওয়ামী লীগ বুঝতে পারবে জনগণ তাদের চায় না। আমি আশা করি সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবে। নির্বাচন কমিশনের ওপর যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে তার ওপর অটল থাকবে। বিএনপি জনগণের রাজনীতি করে। জনগণের ভোটের ওপর আস্থা রাখে। দলটির প্রার্থী হিসেবে আমি জনগণের কাছে যাচ্ছি। জনগণকে ভোটের সেই পরিবেশ দেওয়া হোক। তারপর দেখা যাবে জনগণ কাদের চায়।’
আগামী ২১ মার্চের নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি এখনো স্বাভাবিক থাকলেও আচরণ বিধি সম্পর্কে পুলিশের স্পস্ট ধারণা না থাকায় কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেন শেখ রবিউল আলম রবি