সুপার টুয়েসডের চমকে প্রেসিডেন্ট প্রার্থিতায় এগিয়ে বাইডেন

0

ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে হঠাৎ এগিয়ে গেলেন জো বাইডেন। প্রার্থী ঠিক করার প্রাথমিক নির্বাচনের গুরুত্বপূর্ণ দিন ‘সুপার টুয়েসডেতে’ ১৪টি আসনের সাতটিতেই জয় পেয়েছেন তিনি। এতদিন তাকে টেক্কা দিচ্ছিলেন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মঙ্গলবার জয় পেয়েছেন মিনেসোটা, ওকলাহোমা, আরকানসাস, আলাবামা, টেনেসি, নর্থ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায়।

স্যান্ডার্সের কাছে বাইডেন নিউ হ্যাম্পশায়ারে বাজেভাবে হারার পর নেভাডায়ও হতাশ হন।

আগামী নভেম্বরে আমেরিকাবাসী পরবর্তী প্রেসিডেন্ট ঠিক করতে ভোট দেবেন। তার আগে দেশটিতে চলছে প্রার্থী হওয়ার ‘যোগ্যতা’ অর্জনের নির্বাচন।

এবারের নির্বাচনে সব কিছু ঠিক থাকলে রিপাবলিকান দল থেকে ট্রাম্পই লড়বেন। অন্যদিকে ডেমোক্রেটিক দল থেকে তাকে কে চ্যালেঞ্জ জানাবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.