ইরানের সংসদে আতংক, ২৩ এমপি করোনাভাইরাসে আক্রান্ত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
এতে জানানো হয়, সংসদের ২৩ সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বেগের কারণে সংসদ সদস্য ও জনগণের মধ্যে বৈঠক স্থগিত করা হয়েছিল
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সোমবার ৬৬ জন মারা গেছেন। দেশটিতে ১৫০১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ সংস্থা ইতিমধ্যে এটিকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এটিকে বিশ্বে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা করা হয়েছে।