ইরানের সংসদে আতংক, ২৩ এমপি করোনাভাইরাসে আক্রান্ত

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

এতে জানানো হয়, সংসদের ২৩ সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বেগের কারণে সংসদ সদস্য ও জনগণের মধ্যে বৈঠক স্থগিত করা হয়েছিল

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সোমবার ৬৬ জন মারা গেছেন। দেশটিতে ১৫০১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ সংস্থা ইতিমধ্যে এটিকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এটিকে বিশ্বে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com