মুসলিম হত্যার নিন্দা জানিয়ে জাভেদ জারিফের টুইটের পরই ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত

0

ভারতের দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের টুইটের জেরে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টুইট করার কয়েক ঘন্টা পরই রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করা হয়। খবর এনডিটিভি ও প্রেস টিভির।

খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রদূত আলী চেগিনিকে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায় ভারত সরকার। এসময় জাভেদ জারিফ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেছেন উল্লেখ করে কড়া প্রতিবাদ জানানো হয়।

ভারত বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মনে করে ভারত।

টুইটারে দেয়া ওই পোস্টে জারিফ লিখেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে। ইরান ভারত সরকারের কাছে সেদেশের সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। ইরান চায় ভারত সরকার মানুষ হত্যা অব্যাহত রাখার সুযোগ দেবে না।

তিনি হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপ ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক সংবাদ সম্মেলনে দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ইরান ভারতকে ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে মনে করে। এ অবস্থায় ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার খবর উদ্বেগজনক।

ভারতের মুসলমানদের বিরুদ্ধে হামলায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, আমরা আশা করছি দ্রুতই ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটবে। ভারতীয় নেতাদের বিচক্ষণতার আলোকে তেহরান এ আশা করছে।

ভারতে ধর্মীয় সহিংসতার ওপর ইরান নজর রেখেছে বলেও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com