ক্যাসিনোতে জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলিতে সতর্কতা

0

ক্যাসিনো কেলেঙ্কারীতে জড়িতরা বাংলাদেশি অভিযুক্তরা দিনাজপুরের হিলি সীমান্ত ও চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য সতর্কতা জারী করা হয়েছে। হিলি ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন নির্দেশনা পেয়ে সীমান্তে ও চেকপোস্ট এলাকায় এই নজরদারী শুরু করেছে।

শনিবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ক্যাসিনো কেলেঙ্কারীতে জড়িত ৮ জন নেপালি নাগরিক ও ২ জন বাংলাদেশি নাগরিক এই পথ ব্যবহার করে কোনোভাবেই ভারতে পালাতে না পারে সেজন্য হেডকোয়ার্টার থেকে একটি নির্দেশনা পেয়েছি। ফলে যেসব পাসপোর্টযাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, তাদের ছবি, নাম-ঠিকানা তথ্য-প্রযুক্তির মাধ্যমে সতর্কতার সাথে যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। আবার ভারত থেকে দেশে আসার পথে একইভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিজিবির হিলি সিপি ক্যাম্পের একটি সুত্র জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চেকপোস্ট এলাকা ছাড়াও সীমান্তে নজরদারী বাড়ানো হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্তে চলাচলকারী লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com