সম্রাট গ্রেফতার হয়েছেন কিনা তা শিগগিরই জানতে পারবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

0

যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট গ্রেফতার হয়েছেন কিনা তা শিগগিরই জানতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

যুবলীগ নেতা সম্রাটকে গ্রেফতার করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপেক্ষা করুন, যা ঘটে দেখবেন। যে যেই ধরনের অপরাধই করুক না কেন, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। এ জন্য আমরা অভিযান চালাচ্ছি। যা অপরাধ ঘটছে এবং যারা অপরাধ ঘটাচ্ছে, খবর পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা কোনো শুদ্ধি অভিযান নয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করা প্রয়োজন, তাই করছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা অনেক কিছু বলছেন। আমরা বলছি, সম্রাট হোক বা যেই হোক না কেনো, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনবো। আপনারা সময় হলেই দেখবেন।’

পাশাপাশি ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার জন্য র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কেউ যেন অযথা হয়রানি না হয় সেদিকেও লক্ষ্য রাখার কথাও বলেছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com