নারী টি ২০ বিশ্বকাপের সেমির লাইনআপ চূড়ান্ত
নারী টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গল। এ-গ্রুপের লড়াই আগেই শেষ হয়েছিল। মঙ্গলবার সিডনিতে বি-গ্রুপের শেষ দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা (৭)। তাতে অবশ্য লাভ হয়েছে কি না বলা মুশকিল।
বৃহস্পতিবার সেমিফাইনালে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন প্রোটিয়া মেয়েরা। নারী বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কখনও হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা অবশ্য সেমিফাইনালের আগে জোর ধাক্কা খেয়েছে। চোটের থাবায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরির।
একই দিনে আরেক সেমিফাইনালে এ-গ্রুপের শীর্ষ দল ভারতের মুখোমুখি হবে বি-গ্রুপে দ্বিতীয় হওয়া ইংল্যান্ড (৬)। গ্রুপপর্বে চার ম্যাচের চারটিতে জেতা একমাত্র দল ভারত। বিপরীতে চার ম্যাচের চারটিতেই হারা একমাত্র দল বাংলাদেশ।
সালমাদের ভাগ্যেই শুধু পয়েন্ট জোটেনি। যেখানে পুঁচকে থাইল্যান্ডও এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। কাল নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল থাই মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে ১৫০ রানের পাহাড় গড়েছিল তারা। পাকিস্তানকে বাঁচিয়ে দেয় বৃষ্টি।