তরুণদের গুরুদক্ষিণা আর্সেনাল কোচকে

0

ইউরোপা লিগ থেকে বিদায়ের ধাক্কা সামলে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। সোমবার পঞ্চম রাউন্ডের ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। এ মৌসুমে শুধু এফএ কাপেই শিরোপা জেতার সম্ভাবনা বেঁচে আছে গানারদের।

গত বৃহস্পতিবার ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে অলিম্পিয়াকোসের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার হতাশায় দলের তারকা খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়ায় এফএ কাপে বড় ধরনের ঝুঁকি নিয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

শুরুর একাদশে নয়টি পরিবর্তন এনে পোর্টসমাউথের মাঠে নতুন চেহারার দল নামিয়েছিলেন তিনি। তরুণ শিষ্যরা হতাশ করনেনি গুরুকে। বিরতির আগে আর্সেনালকে এগিয়ে দেন গ্রিক ডিফেন্ডার সক্রেটিস। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নকেতিয়া।

ম্যাচ শেষে তৃপ্তিই ঝরল আর্তেতার কণ্ঠে, ‘আমি জানতাম এতে ঝুঁকি আছে। কিন্তু ছেলেরা দেখিয়ে দিয়েছে সুযোগ তাদের প্রাপ্য ছিল।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com