বঙ্গবন্ধু বলেছিলেন, আমি তোমাদেরই লোক, আর আজকে তার দলের সরকার বলছে, আমরা ভারতের লোক, -জাফরুল্লাহ
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সীমান্ত হত্যার প্রতিবাদে পতাকা সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা আরও বলেন, আজকে আমাদের সবার দায়িত্ব হবে জোরদারভাবে বলা যে সাম্প্রদায়িক ব্যক্তিত্ব মোদিকে বাংলাদেশে পা রাখার আগেই ঘোষণা দিতে হবে, সীমান্তে সব হত্যাকাণ্ড বন্ধ হবে। যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, ভারত প্রত্যেকটির ক্ষতিপূরণ দেবে। আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা দেবে। ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তাটিকে তারাই ফেলানী রোড নামে নামকরণ করবে, যাতে অন্যায় আচরণের জন্য তারা যে অনুতপ্ত তা প্রমাণ হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্রীয় এক নেতাকে (খালেদা জিয়া) জামিন দেয়া হচ্ছে না। তাকে জামিন না দেয়ার কারণ হলো বিচারকরা। বিচারকরা বর্তমানে ফুটবল খেলোয়াড় হয়ে গেছেন। ফুটবল খেলোয়াররা দলীয় লেবাস ধরে, বিচারকরা দলীয় লেবাস না ধরলেও দলীয় কাজ করে যাচ্ছেন। বিচারকদের কাজ সরকারের মনোরঞ্জন করা নয়, কিন্তু তারা তাই করছে।