আমি দায়িত্বে থাকলে বিজেপি নেতাদের গ্রেপ্তার করতাম: দিল্লির সাবেক পুলিশ প্রধান

0

দিল্লিতে চলমান সহিংসতা ও অশান্তির জন্য দিল্লি পুলিশের অসমর্থতাকেই দোষারোপ করলেন দিল্লির সাবেক পুলিশ কমিশনার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাক্তন প্রধান অজয় রাজ শর্মা।
তিনি বলেন, উত্তর দিল্লিতে উত্তাপের আগুন নেভাতে ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ।ইন্ডিয়ান এক্সপ্রেস
 ভারতের দ্য ওয়্যার সংবাদমাধ্যমের সাংবাদিক করণ থাপারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন , ক্ষমতায় থাকলে দিল্লির অশান্ত সময়ে উত্তেজক মন্তব্য করার জন্য বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, প্রবেশ খান্না এবং কপিল মিশ্রকে গ্রেফতার করতেন।

 এমনকী স্পষ্টভাবেই দিল্লির সাবেক পুলিশ প্রধান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েই আমি অনুরাগ ঠাকুরকে গ্রেফতার করতাম। আর কপিল মিশ্র তো কোনও মন্ত্রী নন। তাই তাকে গ্রেফতার করতে কোনও বাধা থাকত না।

উত্তর পূর্ব দিল্লির জনসভায় যখন কপিল মিশ্র ‘পুলিশকে আল্টিমেটাম’ দিচ্ছেন, সেই সময়ে সেখানেই দাঁড়িয়ে ছিলেন পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) বেদ প্রকাশ সূর্য। এই ঘটনার প্রেক্ষিতে অজয় শর্মা বলেন, আমি পদে থাকলে তাৎক্ষনিক এর ব্যাখা চাইতাম। তিনি কেন তখনই তাকে আটক করতে পারেননি? কেন তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেননি? যদি তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হতাম, তাহলে তখনই তার পদ থেকে তাকে বরখাস্ত করতাম।

 অজয় শর্মার মতে দিল্লি পুলিশের প্রথম ভুল ছিলো শাহিনবাগে প্রতিবাদীদের সংগঠিত হতে দেয়া। তিনি বলেন, শাহিনবাগে তাদের সংগঠিত হতে না দিলে এই দাঙ্গা হতো না। এই দাঙ্গার প্রধান কারণ একের পর এক স্লোগান। যা মানুষকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করছে।

 তিনি আরও বলেন, রাস্তা আটকে বিক্ষোভ করা অবশ্যই একটি অপরাধ। আর সেক্ষেত্রে পুলিশকে পুলিশের কাজ করতে হবে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com