অসুস্থ সত্যপ্রিয়কে দেখতে গেলেন ওবায়দুল কাদের

0

একুশে পদকপ্রাপ্ত রামু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অসুস্থ সত্যপ্রিয় মহাথেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা ১১টার দিকে বিএসএমএমইউতে গিয়ে তিনি সত্যপ্রিয়র চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

এ সময়ে ওবায়দুল কাদের বেশ কিছু সময় তার শয্যার পাশে অবস্থান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সত্যপ্রিয় মহাথেরের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন।

অসুস্থ হয়ে পড়ায় গত ২০ সেপ্টেম্বর সত্যপ্রিয়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাতপাতালে ভর্তি করা হন। পরে অবস্থার অবনিত হলে তাকে কেবিন ব্লকে স্থানান্তর করা হয়।

পরে ওবায়দুল কাদের একই হাসপাতালে ভর্তি গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলীকেও দেখতে যান। এসময় তিনি অসুস্থ সাংসদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com