রাশিয়াকে সিরিয়ার পাশ থেকে সরে যেতে এরদোগানের হুঁশিয়ারি

0

সিরিয়া ছেড়ে অবিলম্বে রুশ সেনাদের সরে যেতে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোগান। তিনি যুদ্ধে রাশিয়াকে সিরিয়ার পাশ থেকে সরে যেতে বলেন। শনিবার দেয়া ওই বক্তব্যে তিনি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, সিরিয়ার বাহিনীকে একা তুরস্কের মোকাবিলা করতে দিন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব পুনরুদ্ধারের জন্য সম্প্রতি রাশিয়ার বিমান শক্তির সমর্থন নিয়ে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ইদলিব তুরস্কের সমর্থিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার শেষ ভূখণ্ড।

রয়টার্স জানিয়েছে, উত্তেজনা প্রশমণে আঙ্কারা ও মস্কোর সৌজন্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যেকোনো সময়ের চেয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অনেক কাছে চলে এসেছে তুরস্ক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com