বিএনপির কাছে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ, তাই ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন: শামা

0

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চায়। তাই ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনারা ধানের শীষে ভোট দিলে আমি সংসদে যেতে পারব। এই এলাকার উন্নয়নে কাজ করতে পারব। আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পারব ইন-শা-আল্লাহ।’

সোমবার রাত ৮টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সালথা কলেজ সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির কাছে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড করে দেওয়া হবে। দেশের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবাইদুর রহমান কখনও অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। আমি তার সন্তান হিসাবে কখনও কোনো অন্যায়কারকে প্রশ্রয় দেবো না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.