বিএনপি সরকার গঠন করলে লবণ চাষিদের কথা বিবেচনা করে লবণ আমদানি করবে না: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কক্সবাজার অঞ্চলের লবণ দিয়ে পুরো দেশ চলে। কিন্তু বর্তমান অস্থায়ী সরকার না বুঝে উৎপাদন মৌসুমে আমদানি শুরু করে দিয়েছে। যার ফলে চাষিরা ন্যায্যমূল্য বঞ্চিত হচ্ছে। এভাবে ন্যায্যমূল্য বঞ্চিত হলে তারা লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমি বলবো আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমকহারামি না করে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পেকুয়ার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনি প্রচারণায় গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, বিএনপি সরকারে থাকলে লবণ চাষিরা ন্যায্যমূল্য পায়। আগামীতেও বিএনপি সরকার গঠন করলে চাষিদের কথা বিবেচনা করে লবণ আমদানি করবে না।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ড, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকার্ড, পরিবারে খাবারের দুশ্চিন্তা দূর করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এছাড়াও নির্বাচিত হওয়ার এক থেকে দেড় বছরের মাথায় এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে তারা।