খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দেবেন ডা. জাহিদ হোসেন

0

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দেবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অন্য কারও দেওয়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

দলটির মিডিয়া সেল সোমবার (১ ডিসেম্বর) এক বার্তায় জানায়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য কেবল ডা. জাহিদ হোসেনই গণমাধ্যমে দেবেন।

বার্তায় সকলকে অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবার দোয়া চাওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.