মাদককারবারীরা সংখ্যায় বেশি নয়, আমরা ঐক্যবদ্ধ হলে মাদককারবারীরা পালিয়ে যাবে: এ্যানি

0

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যদি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়, তবে বাংলাদেশ বদলে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুরকে বদলে দিতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে মাদক এখন এক মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। একজন নির্বাচিত প্রতিনিধি একা মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও আন্দোলন। মাদককারবারীরা সংখ্যায় বেশি নয়। সবাই মিলে একসঙ্গে জোরে আওয়াজ তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সবাই রাজনীতি করতে পারে, কিন্তু সবাই নির্বাচিত প্রতিনিধি হবে- এ কথা আমি বলি না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, আবার কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি বা সচিব হবেন- এ ভাবনাগুলো এখন থেকেই দায়িত্ব নিয়ে, লক্ষ্য ঠিক করে এগিয়ে নিয়ে যেতে হবে। ইতিবাচকভাবে অগ্রসর হতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.