এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন. দেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছে। দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে। আমরা আশা করি কোন রকম ঝামেলা ছাড়াই ২৬-এর ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে।

বিভিন্ন আসনে বিএনপি মনোনীত সদস্যদের প্রত্যাহার কেন্দ্র করে আন্দোলনের ঘটনাকে কিভাবে দেখছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে প্রার্থী রয়েছে। সকলে আশা করতেই পারে। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।

চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ভালো মনে করেছে তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্যে যা ভালো মনে হবে, তাই করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.