বান্দরবান বিএনপি এক এবং অভিন্ন, এখানে বিভাজনের কোনো সুযোগ নেই: সাচিংপ্রু জেরী

0

বান্দরবান ৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী বলেছেন, বান্দরবান বিএনপি এক এবং অভিন্ন, এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ বান্দরবান কামনা করি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক র‌্যালী পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসন, জাতীয়-আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবন বলা হয়; সেটাকে বেগবান বা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বান্দরবানকে শুধুমাত্র পর্যটন নগরী নয় পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.