১৬ বছর ভোট দিতে দেওয়া হয়নি, জনগণ এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য: সরোয়ার
বাংলাদেশে ভোট না হওয়া, গণতন্ত্রের বিপর্যয় ঘটানো এবং জাতীয়তাবাদী দল ক্ষমতায় না আসার জন্য এখনও কিছু লোক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ১৬ বছর ভোট দিতে দেওয়া হয়নি, জনগণ এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। যারা বিএনপির প্রকৃত রাজনীতি করেন, যারা ধানের শীষকে ভালোবাসেন, তারা ভোট এখানেই দেবে।
সরোয়ার আরও বলেন, আমাদের হারানোর জায়গা নেই, পালানোর জায়গা নেই; আমাদের এই মাটিতে থেকে রাজনীতি করতে হবে। সাধারণ মানুষও আমাদের থেকে সচেতন কম নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে নৌকা লাগিয়ে ধানের শীষে তাকে ভোট দিয়েছে। বরিশালের মানুষ জানে, আমাদের সঙ্গে থাকলে কখনো পরাজিত হবে না, সবসময় জয়ী হবে।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ লাঠি নিয়ে গত ২৮ অক্টোবর মৃত লাশের ওপর নাচ করেছে, তাদের মানুষ মারতে কোনো দ্বিধা নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অনেক লোক হারিয়েছি। এছাড়া, আওয়ামী লীগ কোলকাতায় সাইনবোর্ড লাগিয়েছে; তা না খুললে মোদির কপালে দুঃখ আছে। বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করবে অন্যরাও।
সরোয়ার বলেন, আমাদের গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ, গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে না। যদি কেউ উল্টাপাল্টা করতে চায়, বিএনপি মাঠে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।