মোদিকে প্রতিহতের ঘোষণা মনিষার

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সাম্প্রদায়িক’, ‘দাঙ্গাবাজ’, ‘খুনি’ অভিহিত করে তাকে বাংলাদেশের মাটিতে এনে মুজিব বর্ষকে কলঙ্কিত না করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক দল বাসদ।

দলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করে বাংলার মাটিতে ‘প্রতিহত করার’ ঘোষণা দেয়।

শুক্রবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী।

‘ভারতের দিল্লিতে বিজেপির সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কর’ লেখা ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে দলটি।

বাসদ বরিশাল জেলা শাখা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. হিরন কুমার দাস মিঠু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাস, মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের মহানগর সভাপতি বাবুল তালুকদার, দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী বাসদ সংগঠক আব্দুল্লাহ-আল-মাসুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, শোয়েব, লামিয়া, সায়মন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com