‘হ্যাঁ’ ‘না’ পোস্টের প্রতিযোগিতায় ভরে উঠেছে ফেসবুক
‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুক। জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষ-বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক। ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের প্রতিযোগিতায় ভরে উঠেছে ফেসবুক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দেয়। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। আর ভোটের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি।