আমি জোবায়েদের মাকে কী করে বোঝাব যে তার ছেলে আর দুনিয়াতে নেই, বাবার আর্তনাদ
‘আমি জোবায়েদের মাকে কী করে বোঝাব যে তার প্রাণের ছেলে জুবু আর দুনিয়াতে নেই। আমার ছেলে বড় হয়েছিল। আমি ঢাকায় ব্যবসার মাল (পণ্য) কিনতে আসলে সে আমার সাথে থাকতো। আমি তার কাঁধে ভর দিয়ে হাঁটতাম।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নিহত নেতা জোবায়েদ হোসেনের জানাজার আগে আর্তনাদ করে কথাগুলো বলছিলেন তার বাবা মোবারক হোসেন। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় সহকর্মীরা এ জানাজায় অংশ নেন।
মোবারক হোসেন বলেন, ‘আমার ৫৮ বছরের জীবন-যৌবনের সব অর্জন শেষ। আমার প্রাণের জোবায়েদ আর নেই। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে।’
ছেলেকে পড়াশোনা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন জানিয়ে এ ব্যবসায়ী বলেন, ‘আশা করেছিলাম আমার ছেলে পড়াশোনা করে অনেক বড় হবে। চাকরি করবে। দেখে আমার আনন্দ লাগবে। কিন্তু আজ আমার ছেলেকে লাশ হিসেবে নিয়ে যাচ্ছি। এটা আমার জন্য কত যে বেদনার, আমি কী করে বোঝাব।’