জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা

0

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তিনি বলেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের মতো দলের কথা ও কাজের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য থাকে। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়ে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পর গঠিত একটি নতুন দল। জনগণের ভালোবাসা তাদের সঙ্গে আছে। তবে শাপলা প্রতীক নিয়েই সবকিছু নির্ভর করছে, এমন ধারণা ভুল। কোনো প্রতীক এক দিনে জনপ্রিয় হয় না-দীর্ঘ সময় ধরে কাজের মাধ্যমে সেটি আস্থার প্রতীক হয়ে ওঠে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি-নৌকা ও ধানের শীষ মানুষের মনে গভীরভাবে গেঁথে গেছে। কিন্তু শাপলা প্রতীক এখনো তেমন পর্যায়ে পৌঁছায়নি। এটি একটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া।

বিএনপির এই নেত্রীর মতে, যদি এখন শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে মনে হতে পারে নির্বাচনের আগেই এনসিপি মানসিকভাবে হেরে গেছে। এই পরাজয়টা তারা নিজেরাই মেনে নিচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.