গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ি-জরুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীরা।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে কোনাবাড়ীর স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে স্বাধীন গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।