ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেবে না রাশিয়া
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারো অবৈধ ঘোষণা দিলেন রাশিয়া।
এ বিষয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন, ‘ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানায় রাশিয়া। জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো।’
মঙ্গলবার ইরান বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের এক বিবৃতির পর এমন বক্তব্য দেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।
বোগদানোভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজে জাতিসংঘকে ব্যবহার করা অনুচিত। আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞা অবৈধ। যুক্তরাষ্ট্র এই বিশ্ব সংস্থাকে হাতের খেলনায়ও পরিণত করতে চাচ্ছে। রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে।’
গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে লেনদেন করার কারণে চীন, ইরাক, রাশিয়া ও তুরস্কের ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।