এবার করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

0

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার।

বৃহস্পতিবার মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এ ভাইরাসে আক্রান্ত হন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ সদস্য মাহমুদ সাদেগির।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ইরানে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৫৪ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে ১০৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে।

১৯৭৯ সালে তেহরানে নিযুক্ত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সংকট তৈরি হয়েছিল। সেই সময় দেশটির মুখপাত্র হিসেবে আবির্ভূত হন ইরানের মাসৌমেহ এবতেকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com