আন্দোলনরত শিক্ষকদের হটাতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে সাউন্ড গ্রেনেড (শব্দ বোমা) নিক্ষেপ করা হয়।
এর আগে থেকেই পুলিশ শিক্ষকদের সরাতে প্রেসক্লাবের অভিমুখে যেতে থাকে। এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের উদ্দেশ্য ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে শিক্ষকরা সাময়িক সময়ের জন্য সরে গেলেও ফের প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।মাইকে শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সবাইকে এক থাকতে বলেন।