জটিলতা কাটিয়ে দর্শকদের সামনে নেত্রী তিশা
কথা ছিল ভালোবাসা দিবসে প্রচারিত হবে নুসরাত ইমরোজ তিশা অভিনীত নাটক ‘আদা সমুদ্দুর’। কিন্তু নানা জটিলতার কারণে ভালোবাসা দিবসে প্রচারিত হয়নি নাটকটি। তবে সব জটিলতা কাটিয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।
নাটকে দেখা যাবে, আদা খেলে গলা পরিষ্কার থাকে, শরীরের ক্লান্তি দূর করে। এর আরও ভেষজ গুণ রয়েছে। কিন্তু আদার সঙ্গে রাজনীতি, প্রেম বা বিরহের কী সম্পর্ক? সেই প্রশ্নের উত্তর দেবে ‘আদা সমুদ্দুর’ নাটক। পরিচালনা করেছেন রাইসুল তমাল।
এই সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদা সমুদ্দুর’ মূলত রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। নাটকটি লিখেছেন দয়াল সাহা। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ।
নাটকে গেন্ডারিয়া থেকে কমিশনার পদে নির্বাচন করতে দেখা যাবে মূল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন মাহমুদুল ইসলাম মিঠু। সম্প্রতি পুরান ঢাকার ফরাশগঞ্জে নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
তিশা-মিঠু ছাড়াও অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, তাবাসসুম মিথিলা, নিকুল কুমার মণ্ডল, দাউদ নূর, আনোয়ার হোসেন, শিখা মৌ-সহ আরও অনেকে।
আরটিভি ছাড়াও একই দিন রাত ৯টা থেকে ‘আদা সমুদ্দুর’ স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।