খাগড়াছড়িতে সহিংস ঘটনায় তিনজনের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের

0

খাগড়াছড়িতে সহিংস ঘটনায় তিনজনের মৃত্যু, বেশ কয়েকজনের আহত এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানায় সংস্থাটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আসক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ন্যায় বিচারের দাবিতে স্থানীয় তরুণরা কয়েকদিন ধরে বিক্ষোভ, অবরোধ ও হরতাল পালন করছিলেন। তবে প্রতিবাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নেয়।

আসক মনে করে, এ ঘটনায় যদি অতিরিক্ত বলপ্রয়োগ হয়ে থাকে তবে তাৎক্ষণিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সংস্থাটি বলছে, অতীতে পার্বত্য এলাকায় এমন বহু ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি বলেই উত্তেজনা ও সহিংসতা বারবার ফিরে আসছে।

বাংলাদেশ একটি বহুজাতি ও বহু সংস্কৃতির দেশ। এই বৈচিত্র্যকে শক্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে আসক বলেছে, সহিংসতা, ভীতি ও উসকানি সমাধান নয়; বরং এগুলো পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা বাড়ায়।

তাদের দাবি, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

আসক বলছে, নাগরিকের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর প্রভাব পুরো সমাজকে বহন করতে হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.