দুদকের ভেতরেও দুর্নীতি আছে, আচরণেও সমস্যা আছে: দুদক চেয়ারম্যান

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদকের ভেতরেও দুর্নীতি আছে, আচরণেও সমস্যা আছে।

তিনি বলেছেন, কাজ হোক আর না হোক যদি আপনারা ঘুষ বন্ধ করে দেন, দেখবেন একদিন কাজ এমনিতেই হয়ে গেছে।

রোববার (১০ আগস্ট) বগুড়ায় দুদক আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

সবাইকে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কী করি, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি, সেদিকেও নজর রাখতে হবে।

গণশুনানির সমাপনী বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয়। যদি আপনারা ঘুষের সরবরাহ বন্ধ করে দেন—কাজ হোক বা না হোক, একসময় দেখবেন ঘুষ ছাড়াই কাজ হয়ে যাবে। সরকারি চাকরিজীবীদের বিকল্প নেই, তাদের কাজ করতেই হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.