ছাত্রদল নেতাদের কবর জেয়ারতে বাধা ও হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এর বিক্ষোভ
ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় নিহত ছাত্রদলের চার নেতার কবর জিয়ারতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের বহরে পুলিশের বাধা এবং ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২০ দুপুরে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে তারা।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব সহ সভাপতি মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক-মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, আরিফুল হক,মারুফ এলাহি রনি, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জহির রায়হান, নাসির উদ্দিন, আশরাফুল আলম অনিক প্রমুখ।