মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না: নাহিদ
মওলানা ভাসানীকে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে শুধু একজন জাতির পিতা নন, কয়েকজন জাতির পিতা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মওলানা ভাসানী।
তিনি আরও বলেন, যারা এই দেশের স্থপতি তাদেরকে বাদ দিয়েই জাতির পিতা একজনকে ঘোষণা করা হয়েছে। একজনকে গত ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে। কিন্তু মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না।
দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পদযাত্রা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘টাঙ্গাইল শাড়ির জিআই পণ্য নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।’