চলতি সপ্তাহের মধ্যেই আলোচনার দৃশমান অগ্রগতি হবে: আলী রীয়াজ

0

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই আলোচনার দৃশমান অগ্রগতি হবে বলে আশাবাদী কমিশন। রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দেন তিনি।

রবিবার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশন দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চায় জানিয়ে আলী রীয়াজ বলেন, চলতি সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন একটি যৌক্তিক অগ্রগতির জায়গায় পৌঁছাক, এটা আমরা চাই। কারণ আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই একটি কাঠামোতে আসার বাধ্যবাধকতা রয়েছে। বড়জোর ৩১ জুলাই পর্যন্ত আমরা সময় নিতে পারি।

আজকের আলোচনার সূচিতে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু। সেগুলো হলো– প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা জারি।

কমিশনের এই আলোচনা পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.