বাতিস্তুতার পাশে রোনাল্ডো
সাফল্যে ভরা ক্যারিয়ারে ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড, ছুঁয়েছেন অনেক মাইলফলক। বয়স পেরিয়ে গেছে ৩৫। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ প্রমাণ করে চলেছেন, সেটি শুধুই একটি সংখ্যা। রেকর্ডরাঙা পথচলায় পেশাদার ক্যারিয়ারের হাজারতম ম্যাচটিও গোলের আল্পনায় রাঙালেন পর্তুগিজ মহাতারকা।
সেই গোলেই আবার ছুঁয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার একটি রেকর্ড। সঙ্গে জয়ের তৃপ্তি। শনিবার রোনাল্ডোর অসাধারণ মাইলফলক ছোঁয়ার ম্যাচে স্পালকে ২-১ গোলে হারিয়ে সেরি-এ লিগের শীর্ষস্থান সুসংহত করেছে জুভেন্টাস। ৩৯ মিনিটে রোনাল্ডো দলকে এগিয়ে দেয়ার পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন রামসে। ৬৯ মিনিটে ভিএআরে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান কমায় স্বাগতিক স্পাল।
ভাগ্য সহায় হলে রোনাল্ডোর নামের পাশে এদিন যোগ হতো আরেকটি হ্যাটট্রিক। একটি গোল বাতিল হয়েছে অফসাইডে। আরেকটি শট ক্রসবারে প্রতিহত হয়। তবে এ নিয়ে আক্ষেপ থাকার কথা নয় পর্তুগিজ ফরোয়ার্ডের। সেরি-এ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ডে বাতিস্তুতা ও ফ্যাবিও কোয়ালিয়ারেল্লার পাশে বসে গেছেন রোনাল্ডো। এ নিয়ে লিগে টানা ১১ ম্যাচে গোল করলেন তিনি।
১৯৯৪ সালে ফিওরেন্তিনার হয়ে রেকর্ডটা গড়েছিলেন বাতিস্তুতা। গত মৌসুমে সাম্পদোরিয়ার জার্সিতে সেটি ছুঁয়েছিলেন কোয়ালিয়ারেল্লা। পরের ম্যাচে গোল পেলেই দু’জনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় চলে যাবেন রোনাল্ডো। রেকর্ডছোঁয়া গোলটি পেশাদার ক্যারিয়ারে এক হাজার ম্যাচে তার ৭২৫তম গোল।
ক্লাব ফুটবলে স্পোর্র্টিং লিসবন, ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ৮৩৬ ম্যাচের পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ১৬৪ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। বর্তমান ফুটবলারদের মধ্যে এক হাজারি ক্লাবের মাত্র দ্বিতীয় সদস্য তিনি। প্রথমজন রোনাল্ডোরই জুভেন্টাস সতীর্থ জিয়ানলুইজি বুফন।