ক্লাসিকোর আগে উল্টো পথে বার্সা-রিয়াল
নতুন বছরের শুরুতে বার্সেলোনার ছন্দপতনের সুযোগে লা লিগার শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এল ক্লাসিকোর আগে উল্টে গেছে পাশার দান। বার্সা ফিরেছে স্বরূপে আর পথ হারিয়েছে রিয়াল। গত সপ্তাহে সেলতা ভিগোর সঙ্গে ড্র করে লিগে জয়রথ থেমেছিল রিয়ালের। এবার হেরেই গেল জিনেদিন জিদানের দল।
শনিবার লেভান্তের মাঠে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে রিয়াল (৫৩)। একইদিনে লিওনেল মেসির জাদুকরী ফুটবলে এইবারকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা (৫৫)। লিগে চার ম্যাচের গোলখরা কাটিয়ে মেসি একাই করেছেন চার গোল। হ্যাটট্রিক পূর্ণ করেন প্রথমার্ধেই।
আগামী শনিবার মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন উল্টো যাত্রা রিয়াল সমর্থকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। বার্সার বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানসিটির মুখোমুখি হবে রিয়াল।
গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ম্যানসিটিও চোখ রাঙিয়ে রেখেছে রিয়ালকে। বিপরীতে লেভান্তের বিপক্ষে হারের সঙ্গে এডেন হ্যাজার্ডের চোটও ভাবিয়ে তুলেছে রিয়ালকে। এছাড়া লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে প্রায় ৬০ বছর পর তাদের ছাড়িয়ে গেছে বার্সা। লা লিগায় বার্সার মোট গোল এখন ৬১৫১। দুইয়ে নেমে যাওয়া রিয়ালের গোল ৬১৫০টি।