‘বেগম খালেদা জিয়া এখন গণতন্ত্রের চেতনার সারা বিশ্বের নেত্রী: দুদু

0

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গণতন্ত্র আর স্বৈরতন্ত্র একসাথে চলে না। যদি গণতন্ত্র থাকে তাহলে স্বৈরতন্ত্র থাকে না। আর যদি স্বৈরতন্ত্র থাকে সেই সমাজে সেই রাষ্ট্রে গণতন্ত্র থাকে না। এখন যে অবস্থায় আমরা পড়েছি সেই অবস্থাটা খুবই ভয়ঙ্কর।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হ‌লে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন গণতন্ত্রের চেতনার সারা বিশ্বের নেত্রী। তিনি শুধুমাত্র জনগণের কথা বলার জন্য, স্বাধীনতার স্বপক্ষে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য তাকে আজ কারাগারে বন্দি করে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি মাঝে মাঝে বলেন- গণতন্ত্রের জন্য রক্ত দিবেন, জীবন উৎসর্গ করে দেবেন। আপনাকে মা ডাকতে ইচ্ছা করে আমার যে, মা আপনি- এত রক্ত টক্ত দিয়েন না, আমাদের শুধু ভোট দেয়ার অধিকার টুকু দেন, তাহলেই হবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র আর স্বৈরতন্ত্র একসাথে চলে না। যদি গণতন্ত্র থাকে তাহলে স্বৈরতন্ত্র থাকে না। আর যদি স্বৈরতন্ত্র থাকে সেই সমাজে সেই রাষ্ট্রে গণতন্ত্র থাকে না। এখন যে অবস্থায় আমরা পড়েছি সেই অবস্থাটা খুবই ভয়ঙ্কর।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএন‌পির এই নেতা বলেন, ‘অনেকেই বলেন কর্মসূচি দেন, কর্মসূচি দেন। একবার মহানগরী নিয়ে সমালোচনা করে আর একবার সেক্রেটারি নিয়ে সমালোচনা করে। আপনাদেরকে তো রাস্তায় নেমে আসতে কেউ নিষেধ করেন নাই। এই যে সিটি করপোরেশন নির্বাচন গেল ৫ শতাংশ ভোটও পড়েনি। এটাও একটা প্রতিবাদ। কিন্তু এই স্বৈরতান্ত্রিক সরকারের কাছে এই প্রতিবাদে কোন কাজ হবে না, রাস্তায় নামতে হবে।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘দল কিন্তু আন্দোলনের দিকে গড়াচ্ছে। আমি থাকলাম না বা অন্য কেউ থাকলো না তাতে কিছু আসে-যায় না। দল আন্দোলনের দিকেই যাচ্ছে। ৬৯ এ আইয়ুব খান তার পতনের সাতদিন আগে বলেছিল- দেশ উন্নয়ন হচ্ছে। সাত দিনের মাথায় তা‌কে বিদায় নিতে হয়েছে। এরশাদের পরিস্থিতি তো আপনারা অনেকেই দেখেছেন। তাই আমি শেখ হাসিনাকে বলবো। আপনি বেগম খালেদা জিয়াকে নিয়ে উপহাস করেছেন। বেগম খালেদা জিয়া জেলখানায় যাওয়ার আগে কিন্তু আপনাকে মাফ করে গেছে। একদিন আপনাকেও বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বলতে হতে পারে যে আপা আপনি তো আমাকে মাফ করে দিয়েছিলেন। সেই জন্য আমি বলব শত্রুতা কমাতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল বিশ্বাস করে। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে গণতন্ত্রের কথা বলেন। ক্ষমতায় গেলে একদল করে। আমরা বিরোধী দলে থাকলেও গণতন্ত্রের কথা বলি ক্ষমতায় থাকলেও গণতন্ত্রের কথা বলি। সব সময় গণতন্ত্র বিজয় হয়েছে সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। গণতন্ত্রর বিজয় হবে।’

ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য আমীর খসরু মাহমুদ চৌধ‌রী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. মাইনুল ইসলাম, মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তৃতা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com