ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকা নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার শারসাকান্দি রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত শামীমা বেগম উপজেলার শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ওই গ্রামের আরশাফ শেখের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।