নেভাডায় জিতে ফের বাংলায় পোস্ট স্যান্ডার্সের

0

ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রাথমিক নির্বাচনে নেভাডা রাজ্য থেকে জিতে বাংলায় পোস্ট করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে তাকে।

স্যান্ডার্সের উত্থানের আগে আলোচিত ডেমোক্র্যাট রাজনীতিবিদ জো বাইডেনকে এতদিন ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে ধারণা করছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেই বাইডেন নিউ হ্যাম্পশায়ারে বাজেভাবে হারার পর এখানেও হেরে গেলেন।

বিশ্বের বিভিন্ন ভাষার প্রতি দরদ দেখিয়ে আলোচনায় এসেছেন এই স্যান্ডার্স। রবিবার জেতার পর বাংলা, হিন্দির পাশাপাশি আরো কয়েকটি ভাষায় নিজের ছবি পোস্ট দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে তার ভেরিফাইড ফেইসবুক পেজে একটি ছবি দেখা যায়। ছবির ওপরে বাংলায় লেখা, ‘বার্নি নেভাডা জিতেছে।’

গত জানুয়ারিতে নিজের পেজ থেকে আরেকটি পোস্ট দেন বাংলায়। সেদিন লেখেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’।

প্রার্থী হওয়ার ‘যোগ্যতা’ অর্জনের এই নির্বাচনে আরও অনেক দূর পাড়ি দিতে হবে স্যান্ডার্সকে। তার আগেই গত ১২ ফেব্রুয়ারি ট্রাম্পকে হুঁশিয়ারি দেন, ‘আমার এই জয় ডোনাল্ড ট্রাম্পের শেষের শুরু।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com