বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে

0

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৮০ জন, বেতাগীতে ২ জন, আমতলীতে ১ জন, বামনায় ৬ জন এবং পাথরঘাটায় ৪ জন শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ২০৬ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৬ জন, বামনায় ১১ জন, এবং পাথরঘাটা ও তালতলীতে ৮ জন করে চিকিৎসাধীন আছেন।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২২ জন, যাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলায়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২ হাজার ২৮৩ জন, পাথরঘাটায় ৯৭ জন, বামনায় ৬১ জন, তালতলীতে ২২ জন, বেতাগীতে ১৮ জন এবং আমতলীতে ১৪ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.