৪ দফা দাবি নিয়ে আন্দোলনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ৪ দফা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসীরা এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।
রোববার (২২ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভুক্তভোগী দুবাই ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ জানান, আমাদের কিছু ভাই এখনো দুবাইতে জেলে রয়েছেন। এখনো তাদের মুক্তির ব্যবস্থা করা হয়নি। গত ৮ মাস ধরে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি, স্মারকলিপি দিয়েছি। কোনো দাবি পূরণ হয়নি।
আন্দলোনকারীদের দাবিসমূহ:
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া মামলায় আবুধাবির আল সদর কারাগারে আটক ২৫ জনসহ আমিরাতের বিভিন্ন সিআইডি অফিসে আটক প্রবাসীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে।
২. বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৩. দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন করতে হবে।
৪. একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা দেশে ফেরত আসছেন তাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।