মেসির ১০০০!
চার ম্যাচ পর বার্সেলোনার হয়ে চার গোল করলেন লিওনেল মেসি। রাতে লা লিগায় তার ৪ গোলে ভর করে বার্সেলোনা ৫-০ ব্যবধানে হারিয়েছে এইবারকে। মেসির ক্যারিয়ারে এটি ৫৪তম হ্যাটট্রিক। অবশ্য লা লিগায় এটা ৩৭তম। তবে জাদুকরী এক ফিগারে পৌঁছে গেছেন মেসি। তার ক্যারিয়ার গোল ৬৯৬টি হয়েছে। আর গোলে অ্যাসিস্ট করেছেন ৩০৬টিতে। সব মিলিয়ে ১০০২টি গোলে তার ভূমিকা রয়েছে।
লা লিগার এই ম্যাচে ৪০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন লিওনেল মেসি। পরের অর্ধে অবশ্য তিনি আরো একটি গোল করেছেন। বার্সেলোনা বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে। লা লিগার পয়েন্ট টেবিলে অবশ্য তারা শীর্ষে উঠে এসেছে। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এখন বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ রয়েছে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে।