জয়ার সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকমহলে

0

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, মডেলিং ও চলচ্চিত্রে রাজত্ব করে চলেছেন জয়া আহসান। দুই বাংলার চলচ্চিত্রে তার অবস্থান সম্মানজনক। তবে কাজের বাইরেও তার ব্যক্তিজীবন, বিশেষ করে সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকমহলে।

বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, ‘বিয়ে তো যেন ‘ওল্ড স্কুল’। পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই আরেকটার মতো না। আমার জীবনে যেসব সম্পর্ক ছিল সেগুলোই আজকের আমাকে গড়ে তুলেছে। ভুলগুলোও আমার, সেগুলো নিয়েই সামনে এগিয়ে চলি। সব কিছু ফেলে দেওয়া যায় না।’

বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণও জানিয়েছেন তিনি। ‘এখন তো কেউ রিলেশনশিপে যায়ই না! এখন ‘সিচুয়েশনশিপ’ চলছে। ভাবনাগুলো আছে, কিন্তু সম্পর্কটাই নেই’- বলেন জয়া।

একাকীত্ব কিংবা নতুন সম্পর্কে জড়ানোর পরিকল্পনার প্রশ্নে জয়া বলেন, ‘আমি কিছুই পরিকল্পনা করে করি না। যদি মনে হয় সিঙ্গেল থেকে ডাবলে যাওয়া দরকার, তখন হবে। আপাতত ভালো আছি, শান্তিতে আছি, তাই কোনো প্ল্যান নেই।’

এর আগেও ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন জয়া আহসান। সেখানে তিনি বলেন, ‘উত্থান-পতন জীবনেরই অংশ। সেই সময়টা আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। আমি কাজেই মন দিই। কাজই আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি সবসময় কাজের সঙ্গে থেকেছি, সেটাই আমার ভালো থাকা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.