ভারতকে হারিয়ে মিশন শুরু করতে চায় টাইগ্রেসরা
শক্তিধর ভারতকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় টাইগ্রেসরা। আর নিগার-সালমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়টি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। কাল পার্থে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়। ৪৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে লড়তে প্রস্তুত টাইগ্রেস উইকেটকিপার নিগার সুলতানা। শুক্রবার ব্রিসবেন থেকে পার্থে পৌঁছে সালমা বাহিনী। আর সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিগার সুলতানা বলেন, ‘ভালোই প্রস্তুতি হয়েছে। প্রস্তুতি ম্যাচ একটিই খেলতে পেরেছি।
জয় নিয়ে যেহেতু মূল মঞ্চে খেলতে যাচ্ছি, আমাদের সবার আত্মবিশ্বাস ভালো। এটা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেলতে সাহায্য করবে।’ গতকাল পার্থে অনুশীলনের ফাঁকে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভারতকে হারানোর কথা বলেন পেসার জাহানারা আলমও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে ১৩ ম্যাচের কেবল ২টি জিতেছে বাংলাদেশ। সেই জয় দুটি এসেছে ২০১৪ বিশ্বকাপে, নিজেদের মাটিতে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষ দুই আসরে আট ম্যাচে জয় নেই একটিও। এবার খেলা অস্ট্রেলিয়ায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমায় বাংলাদেশ দল। করেছে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প। বৃষ্টির কারণে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের রোমাঞ্চর জয় পায় সালমা খাতুনের দল। আবহাওয়া যেহেতু নিজেদের হাতে নেই, তাই যতটুকু প্রস্তুতির সুযোগ হয়েছে তাতে সন্তুষ্টির কথা পার্থে জানান জাহানারা। এসময় তিনি আরো বলেন, আমরা এখানে এসেছি ৩ ফেরু্রয়ারি, ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছি। বোর্ড আমাদের পাঠিয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি ছিল, কোনো দলই এখানে এসে ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। তারপরও যতটুকু আমরা পেরেছি, সেটা আমাদের জন্য যথেষ্ট।
২০১৮ মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের লড়াইকে জাহানারা দেখছেন স্রেফ নতুন ম্যাচ হিসেবে। ‘ যেহেতু আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, আমরা ওদের দুইবার হারিয়েছে এশিয়া কাপে। তবে সেটা অনেক আগে। আমরা আত্মবিশ্বাস নিচ্ছি। তবে আমরা ম্যাচটাকে নতুন করে দেখব’-বলেন তিনি।
গ্রুপে বাংলাদেশ দল চার ম্যাচ খেলবে পৃথক তিন ভেন্যুতে। এ নিয়ে ওপেনার নিগার সুলতানা বলেন, ‘উইকেটগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা ব্রিসবেনে অনেক সময় কাটিয়েছি। পার্থের উইকেট কিছুটা ভিন্নও হতে পারে। তারপরও যতদূর জানি ঐতিহ্যগতভাবেই অস্ট্রেলিয়ার উইকেট সবই কাছকাছি রকমের। ফলে উইকেট নিয়ে আমরা খুব একটা ভাবছি না। ভারতের বিপক্ষে ম্যাচের আগে পার্থে দুদিন অনুশীলন করার সুযোগ। ফলে উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়া এই ভেন্যুতে হওয়া ম্যাচগুলোর ভিডিও ফুটেজ দেখে আমরা ধারণা নিচ্ছি।’
সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জয়ের পথে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি হাঁকান নিগার সুলতানা। আর ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে সবশেষ প্রস্তুতি ম্যাচে ১১১ রানের পুঁজি নিয়ে জয় দেখে বাংলাদেশ। ওই ম্যাচে বল হাতে চার উইকেট নেন পেসার জাহানারা আলম। নিগার সুলতানা বলেন, বোলিং ইউনিট হিসেবে আমরা সবসময়ই ভালো ছিলাম। কিন্তু ব্যাটিং ইউনিটে আমরা ভালো করতে পারিনি। আইসিসি গ্লোবাল স্কোয়াডের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলাম। এখানকার দুই-একটি ভেন্যুতে খেলার অভিজ্ঞতা আছে। উইকেট সম্পর্কেও আমার খানিকটা ধারণা আছে। ওটা মাথায় রেখে অনুশীলন করছি। জানি, এখানকার উইকেটে আমাদের শর্ট বলই বেশি খেলতে হবে। আমাদের যে বোলিং আক্রমণ, আমরা যদি ১৩০ প্লাস টার্গেট দিতে পারি, ওটা যে কোনও দলের জন্যই কঠিন হবে। আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।
নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা নেই। আর নিগার বলেন, ওদের ভিডিও ফুটেজ দেখে শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা নিতে পেরেছি। যতটুকু সম্ভব ওদের দুর্বলতা খুঁজে প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। আমরা আমাদের শক্তির জায়গাতেই স্থির থাকবো। প্রতিপক্ষ নিয়ে বেশি ভেবে লাভ নেই। নিজেদের খেলার ওপরই আমাদের মনোযোগ।