একাধিক দাবিতে নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনদুর্ভোগ
একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে নতুন বাজার এলাকায় সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুর্ভোগে পড়ে স্কুল-কলেজ-অফিস-কর্মস্থলগামী মানুষেরা।
শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনের রাস্তায় অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল আটকে রেখেছেন পুলিশ সদস্যরা। এতে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যের যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, এই সড়ক সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন না পেয়ে তাদের হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে।