রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি: সালাহউদ্দিন
রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি।
সালাহউদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেক্টোরোল পদ্ধতির বিষয়ের রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছেন, এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ-নিম্ন কক্ষের সদস্যদের গোপন ব্যালাটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করার। এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে তাতে একমত বিএনপি।
বৃহস্পতিবার (১৯ জুন) ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গত ৩ দিন যে আলোচনা করেছি তার মধ্যে ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে কথা হয়েছে। বুধবারের আলোচনায় এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়, যা নিয়ে সমাধানে আসা যায়নি। তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরাচারী শাসন ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা দরকার। তখন আলাদা এনসিসি গঠনের প্রয়োজন থাকবে না বলেও জানান তিনি।